Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ট্রাস্টের পরিচিতি

৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের অসহায়, হতদরিদ্র, চিকিৎসাবঞ্চিত, প্রাকৃতিক দূর্যোগে বিপর্যস্ত ব্যক্তি ও পরিবার এবং মেধাবী শিক্ষার্থীদের সাহায্যার্থে একটি সামাজিক প্লাটফর্ম গঠনের প্রয়োজনীয়তা অনুধাবন করে বর্তমান চেয়ারম্যান জনাব আহমদ জুবায়ের লিটন স্ব-প্রণোদিত হয়ে আর্তমানবতার কল্যাণে একটি ট্রাস্ট গঠনের প্রস্তাব করেন। প্রস্তাবটি ব্যাপক ভাবে জনসমর্থন আদায়ে সচেষ্ট হয়। ফলে ৪নং উত্তর শাহবাজপুর  ইউনিয়নের সচেতন নাগরিক সমাজ, দেশে এবং বিদেশে অবস্থানরত গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মতামতের ভিত্তিতে “চেয়ারম্যান কল্যাণ ট্রাস্ট উত্তর শাহবাজপুর” নামের সম্পুর্ণ অরাজনৈতিক এই সামাজিক প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করে।

যোগাযোগের ঠিকানাঃ

আহমদ জুবায়ের লিটন

সভাপতি

চেয়ারম্যা্ন কল্যান ট্রাস্ট, উত্তর শাহবাজপুর

ডাকঃ পূর্ব শাহবাজপুর, বড়লেখা, মৌলভীবাজার।

মোবাইলঃ 01798418160/+447772302004

Email: chairmankollantrust@gmail.com