নদী:
অত্র ইউনিয়নের প্রধান নদীর নাম হচ্ছে সুনাই নদী। যাহা আসাম রাজ্য হতে প্রবাহিত হয়ে বিয়ানীবাজার ও বড়লেখা দুটি উপজেলাকে পৃথক করেছে।
খাল ও ছড়া:
৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমানার মধ্যে বেশ কয়েকটি খাল ও ছড়া রয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে-
১। ঝলংগার খাল।
২। ইসলামপুর কল্লাখাটা খাল।
৩। সাহেবের খাল।
৪। কুছির খাল
৫। পাতনী ছড়া।
৬। মাধুর খাল।
৭। পাবনিয়া ছড়া অবস্থিত। যা অত্র ইউনিয়নের সৌন্দর্য যেমন বৃদ্ধি করেছে তেমনী এসব নদী, খাল, ছাড়ায় মাছ সংগ্রহ করে অনেকে জিবীকা নির্বাহ করছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস