অত্র ইউনিয়ন পরিষদ টি মৌলভীবাজার জেলার সর্ব উত্তরে অবস্থিত।
দক্ষিণে: পার্শ্ববর্তী ইউনিয়ন ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ অবস্থিত।
উত্তরে: বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়া ইউনিয়নের সারপার বাজার অবস্থিত। যাহার সীমানা নির্ধারণ রয়েছে সুনাই নদীর মাধ্যমে।
পূর্বে: ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলা অবস্থিত।
পশ্চিমেঃ উপজেলা সীমানা নির্ধারণী সুনাই নদী, উক্ত নদী অত্রিক্রম করলে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন এবং পশ্চিম ও দক্ষিনে ৩নং নিজ বাহাদুরপূর ইউনিয়ন অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস